ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮

ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নয়াদিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে নরেদ্র মোদি দেশের সার্বিক বিষয়ের পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। খবর এনডিটিভির

নরেন্দ্র মোদি বলেন, আজ লালকেল্লায় দাঁড়িয়ে আমি দেশবাসীকে একটি সুখবর দিতে চাই। ভারত চিরকালই মহাকাশ বিজ্ঞানে উন্নত ছিল। বর্তমান সরকারের লক্ষ্য ২০২২ সালের মধ্যে একজন ভারতীয়কে মহাকাশে পাঠানো।
তিনি বলেন, দেশের ছেলেমেয়েরা পতাকা হাতে পৌঁছে যাবে মহাকাশে। আমাদের কাছে দলের স্বার্থের চেয়েও দেশের স্বার্থ সবার আগে।
আগামী বছরের সাধারণ নির্বাচন আগে দেশের প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার পঞ্চম অর্থ্যাৎ শেষ স্বাধীনতা দিবস ভাষণ।
এছাড়া মোদি তার ভাষণে বিশ্বের বৃহত্তম সরকারি তহবিল সমৃদ্ধ স্বাস্থ্য সেবার কথা ঘোষণা করেন। সেবাটির নাম ‌‘আয়ুষ্মান-ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প’। কয়েকটি রাজ্যে আগামী সেপ্টেম্বরের শেষে এটি জরুরি ভিত্তিতে শুরু করা হবে। এ সেবাকে ‘মোদি কেয়ার’ হিসেবেও অভিহিত করা হচ্ছে। প্রতি পরিবার ৫ লাখ টাকার স্বাস্থ্যবীমা পাবে। মোট ১০ কোটি দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে।

 
Electronic Paper