ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে একদিনেই ৫ হাজারের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:৫২ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

ভারতে একদিনের আরও ৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ২৪২ জন। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ২৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৬ হাজার ৮২৪ জন।

এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩ এবং মারা গেছে ১ হাজার ১৯৮ জন।

করোনায় আক্রান্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৯ এবং মারা গেছে ৬৫৯ জন।

এরপরেই রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২২৪ জন এবং রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ এবং মারা গেছে ১৬০ জন।

রাজস্থানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২০২ জন এবং মারা গেছে ১৩১ জন, মধ্যপ্রদেশে আক্রান্ত ৪ হাজার ৯৭৭ এবং মৃত্যু হয়েছে ২৪৮ জনের।

এদকে, উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৫৯ এবং মারা গেছে ১০৪ জন। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২ হাজার ৬৭৭ এবং মৃত্যু হয়েছে ২৩৮ জনের।

অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০৭, পাঞ্জাবে ১ হাজার ৯৬৪, তেলেঙ্গানায় ১ হাজার ৫৫১, বিহারে ১ হাজার ২৬২, জম্মু-কাশ্মীরে ১ হাজার ১৮৩ ও কর্নাটকে ১ হাজার ১৪৭ জন।

 
Electronic Paper