ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফ্রান্সে মৃতের সংখ্যা ১০৩৩৮ জন

আন্তর্জাতিক
🕐 ৪:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০৮, ২০২০

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফ্রান্সে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত  ১০ হাজার ৩৩৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে লাখ ৯ হাজার ৬৯ জন । ফলে ইউরোপের এই দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে।

অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৩৩৭ জন। তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ১৩১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯। বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১৪২ জন।

 

 
Electronic Paper