ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জার্মানিতে প্রথমবারের মতো মাইকে আজান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

মহামারি করোনাভাইরাস গোটা পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন ঘরবন্দি। আতঙ্কিত মানুষ প্রাণ হারানোর ভয়ে সবসময় তটস্থ তখন জার্মানিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মাইকে আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছে।

শুক্রবার বার্লিনের একটি মসজিদে মাইকে আজান দেয়ার সময় প্রচুর মানুষের সমাগম ঘটে।

বিশ্বের যে কয়টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়ছে জার্মানি তার মধ্যে অন্যতম।

ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৯১১৫৯ জন।আর মারা গেছেন ১২৭৫ জন। এদিকে জার্মানিতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, ইউরোপের কেন্দ্রের দেশ জার্মানিতে ২৫ থেকে ৩০ হাজারের মতো বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে ধারণা করা হয়৷ তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের মতো৷

 
Electronic Paper