ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাশ্মীরে সেনাদের গুলিতে নিহত ২

আন্তর্জাতিক
🕐 ৬:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাদের গুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য। সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় কাশ্মীরে ৩ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পুলিশের দাবি, ওই সব হত্যাকাণ্ড বিচ্ছিন্নতাবাদীদের কাজ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীরের কুলগামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনা সদস্যদের বন্দুকযুদ্ধে ওই দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগামে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গত বছরের ৫ আগষ্টে সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত।

তখন থেকেই জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের শাসন জারি করে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। সেখানকার সব রাজনীতিককে মাসের পর মাস ধরে গৃহবন্দি করে রাখা হয়।

 
Electronic Paper