ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক
🕐 ৩:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

বিশ্বে মাহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে কাবু হচ্ছে একের পর এক দেশ। প্রতিনিয়তই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ফলে গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কে দিনগুনছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এছাড়া করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ৫১ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।

বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১ হাজার ৬৯ জন। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১হাজার ৩৭৮ জন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে। আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে। এর পরেই অবস্থান স্পেনের। এ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

 
Electronic Paper