ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে করোনায় আক্রান্ত ১৩৯৭

আন্তর্জাতিক
🕐 ৪:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে ১৩৯৭ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান এমনটি বলছে। তবে বেসরকারি হিসেবে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬১৬। মৃত্যু হয়েছে ৪৭ জনের।

কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১,৩৪৮ জন ভারতীয় নাগরিক। বাকি ৪৯ জন বিদেশের। এরই মধ্যে সুস্থ হয়েছেন ১২৪ জন। কয়েকজন সুস্থ হয়ে হাসপাতালও ছেড়েছেন।

মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি আক্রান্ত। মহারাষ্ট্রে ২৪ ও তামিলনাড়ুতে ৫৭ জন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে। করোনা আক্রান্তে মহারাষ্ট্র এখনও ভারতের শীর্ষে। মঙ্গলবার রাতের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৩০২ জন।

আক্রান্তের হিসেবে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা। ২৪১ জন করোনা পজিটিভ, মৃত্যু হয়েছে ২ জনের। তেলেঙ্গানায় এ পর্যন্ত ৮ জন মারা গেছেন। মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে ৪ জন করে মারা গিয়েছেন। গুজরাটে এদিন রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

 
Electronic Paper