ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইতালিতে ২৪ ঘন্টায় ৮৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক
🕐 ২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৮ জনে।

মঙ্গলবার (৩১ মার্চ) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭০২ জন। চিকিৎসাধীন আছেন ৭৭ হাজার ৬৩৫ জন। চিকিৎসাধীন ৭৭ হাজার ৬৩৫ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৭৩ হাজার ৬১২ জন। বাকি ৪ হাজার ২৩ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭২৯ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

 

 
Electronic Paper