ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফ্রান্সে একদিনে ৪৯৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
🕐 ২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে একদিনে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন। ফলে মৃতের সংখ্যায় তারা ছাড়িয়ে গেছে করোনাভাইরাসের উৎসস্থল চীনকেও। চীনে এপর্যন্ত ৩ হাজার ৩০৫ জন করোনায় মারা গেছেন।

তবে, ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে প্রায় ১৭ শতাংশ। দেশটিতে এপর্যন্ত ৫২ হাজার ১২৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 
Electronic Paper