ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৭৫ শতাংশ ভর্তুকির ঘোষণা ট্রুডোর

আন্তর্জাতিক
🕐 ৭:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

করোনা মহামারীর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৭৫ শতাংশ পর্যন্ত মজুরি ভর্তুকির প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার তার বাস ভবন রিডোকটেজে ‘ডেইলি আপডেট’ দেওয়ার সময় তিনি এই ১০ শতাংশ মজুরি ভর্তুকির ঘোষণা দেন এবং সেটা যে অপ্রতুল ছিল, তা তিনি নির্দ্বিধায় স্বীকার করে নেন।

তিনি আরো বলেন, ‘এটা সুস্পষ্ট যে আমাদের আরও বেশি কিছু করা উচিত; সেজন্য উপযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ভর্তুকির পরিমাণ ৭৫ শতাংশ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, তাদের করদাতাদের ব্যবসা ধীরগতির হয়েছে অথবা বন্ধ করা হয়েছে।’এতে এই ভর্তুকি সংক্রান্ত প্রণোদনা গত ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

এছাড়া ট্রুডো জানান, তার সরকার ‘কানাডা ইমার্জেন্সি বিজনেস অ্যাকাউন্ট’কার্যক্রমের অধীনে ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসা প্রতিষ্ঠানকে এক বছরের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত সুদবিহীন ঋণপ্রদান করবে।

 
Electronic Paper