ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইন্দোনেশিয়ায় ডেটা সেন্টারে আগ্রহী মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

ইন্দোনেশিয়ায় ডেটা সেন্টারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠান প্রধান সাত্যিয়া নাদেলার সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

মাইক্রোসফটের পদক্ষেপ বাস্তবায়নে শিগগিরই নীতিমালা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন উইদোদো।

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবরে জানায়, দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় ও দ্রুতবর্ধমান ডিজিটাল অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া।

গুগল এবং সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োকারী প্রতিষ্ঠান টেমাসেক হোল্ডিংস এবং বাইন অ্যান্ড কোম্পানির প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশটির ডিজিটাল অর্থনীতি ১৩ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাবে, যা গত বছর ছিলো চার হাজার কোটি মার্কিন ডলার।

 
Electronic Paper