ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবার কুকুরের শরীরে করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন শুধু মানুষই আক্রান্ত হচ্ছে না। কুকুরের শরীরেও করোনাভাইরাস পাওয়া গেছে বলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)হংকংয়ের কৃষি, মৎস সংরক্ষণ বিভাগ (এএফসিডি) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, কুকুরটির মনিব গত ২৬ ফেব্রুয়ারি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সতর্কতাবশত কুকুরটিরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরে এর ফলাফল ‘উইক পজেটিভ’ শনাক্ত হয়। তবে কুকুরটির শরীরে ভাইরাস আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। তাকে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

যদিও এএফসিডি জানিয়েছে, এই মুহূর্তে তাদের কাছে পোষ্যপ্রাণী করোনা আক্রান্ত হতে পারে অথবা ভাইরাস সংক্রমণের বাহক হিসেবে কাজ করতে পারে এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। সেক্ষেত্রে পশু-পাখি পালকদের ঠিকভাবে হাত ধোয়া, পোষ্যপ্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করানো, কোনও ধরনের লক্ষণ দেখলেই কর্তৃপক্ষকে জানানোসহ অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।

 

 

 
Electronic Paper