ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৮:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সুক্কুর জেলার রোহরি স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রোহরি স্টেশনের কাছে কান্ধরা ক্রসিং দিয়ে পেরোচ্ছিল যাত্রিবাহী বাসটি। সেসময় দুরন্ত গতিতে আসা পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি ওই বাসে ধাক্কা মারে। ধাক্কায় দুমড়ে-মুচড়ে বহু দূরে ছিটকে পড়ে বাস।

সুক্কুর জেলার ডেপুটি কমিশনার রানা আদীল বলেন, অন্তত ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে থাকা সিনিয়র রেলওয়ে কর্মকর্তা তারিক কলাছি বলেন, উদ্ধার অভিযান চলছে কিন্তু অন্ধকারের জন্য অনেক দুর্বোধ্য হয়ে পড়েছে।

এছাড়া তিনি জানান, হতাহতের সবাই বাসে থাকা যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
Electronic Paper