ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় প্রথম ব্রিটিশ নাগরিকে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবরটি জানায়। দেশটির স্থানীয় সংবাদ সংস্থায় সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এছাড়া ব্রিটিশ ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ওই নাগরিক জাপানে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী ছিলেন। যেই প্রমোদতরীতে থাকা সাত শতাধিক যাত্রী এখন চীনের উহান থেকে ছড়ানো নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত।

প্রতিবেদনে আরও বলা হচ্ছে, এ নিয়ে জাপানে করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরীটির ছয়জন যাত্রীর মৃত্যু হলো। জাপানের ওই প্রমোদতরী থেকে দেশে ফিরিয়ে এনে কোয়ারেন্টাইন করে রাখা যাত্রীদের মধ্যে চারজনের শরীরে গত রোববার করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তবে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, আজ যে ব্রিটিশ নাগরিক মারা গেছেন তিনি ওই তাদের মধ্যে একজনও নন।

তবে মৃত্যুর শিকার ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ডায়মন্ড প্রিন্সেস নামের ওই প্রমোদতরীটি জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গরের পর কোয়ারেন্টাইন করে রাখা হয়। বিলাসবহুল ওই জলযানটিতে বিভিন্ন দেশের মোট ৩ হাজার ৭০০ জন যাত্রী ছিল, এরমধ্যে ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

৫৪ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ২ হাজার ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে অন্যান্য দেশের মধ্যে ইরানে সর্বোচ্চ ৩৪ এবং ইতালিতে ১৭ নিয়ে এই সংখ্যা ৭৯ জন। এছাড়া বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা এখন ৮৩ হাজার ৭৩২ জন। দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ২ হাজার ৩৩৭ জন।

 

 
Electronic Paper