ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩ দফা দাবিতে ত্রিপুরায় গণঅবস্থান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

এনআরসি, সিএএ এবং এনআরপি ভারতে চালু না করাসহ তিন দফা দাবি জানিয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বামফ্রন্ট সমর্থিত মহিলাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্যের রাজধানী আগরতলা হরিয়ান চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।

তাদের অন্য দুটি দাবি হলো-ত্রিপুরায় নারী নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে তা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া এবং এবছর যে জনবিরোধী বাজেট তৈরি করা হয়েছে তার বিরোধিতা করা।

কর্মসূচিতে রাজধানী আগরতলা এবং শহরতলি এলাকা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন। এই গণঅবস্থান উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, পাঞ্চালি ভট্টাচার্যসহ শতাধিক নারী।

 
Electronic Paper