ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোথাও তোমাকে দেখি না

রুদ্র সাহাদাৎ
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

বসন্ত এসে গেছে
কোথাও তোমাকে দেখি না।

কাউকে চাই না

কাউকে খুঁজি না
তোমাকে খুঁজি অষ্টপ্রহর
তোমাকে দেখি রাত্রিভোর।

খুঁজতে খুঁজতে পাহাড় দেখি, ঝর্ণাধারা দেখি
খুঁজতে খুঁজতে নদী দেখি, সাগর দেখি
বসন্ত এসে গেছে
কোথাও তোমাকে দেখি না।

হাঁটতে হাঁটতে পথের ধারে, মোড়ে মোড়ে তোমাকে দেখি
হাঁটতে হাঁটতে দোকান মার্কেট রেস্তোরাঁয় তোমাকে দেখি
বসন্ত এসে গেছে
কোথাও তোমাকে দেখি না।

ভালো বাসতে বাসতে তোমাকে
ফতুর হলেম নাকি!
ভালো বাসতে বাসতে জীবন
আমাকেই দিল ফাঁকি।

বছর বছর বসন্ত আসে বসন্ত যায়
ভালোবাসা আসে না আর সহসায়।

 
Electronic Paper