ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনাভাইরাসে চীনে আরেক চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৮:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শ্বাসযন্ত্রের ওষুধ বিশেষজ্ঞ ছিলেন হুয়াং ওয়েনজুন। হুবেই প্রদেশের জিয়াওগান কেন্দ্রীয় হাসপাতালে দায়িত্বরত অবস্থায় তার নিউমোনিয়া ধরা পড়ে। পরে রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাদে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই চিকিৎসককে শ্রদ্ধা জানিয়ে একজন লিখেছেন, ‘সমবেদনা, এমন বীরকে সব সময় মনে থাকবে।’আরেকজন লিখেছেন, ‘শান্তিতে থাকুন।’

হুয়াং ওয়েনজুনের মৃত্যুর পর একজন টুইট বার্তায় লেখেন, ‘হুয়াং ওয়েনজুনের মতো মানুষদের জন্য আমাদের অনেক শ্রদ্ধা। তার চলে যাওয়া মানবেতার জন্য বড় ক্ষতি।’

হুয়াং ওয়েনজুনের মৃত্যুর আগে ইউনিয়ন জিয়াংবেই হাসপাতালের নারী চিকিৎসক ড. শিয়া সিসির মৃত্যু হয়। রোগীদের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৯ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ৭ ফেব্রুয়ারি তাকে উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

 

 
Electronic Paper