ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

সৌদি আরবে মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরিফে  ও মদিনার মসজিদে নববিতে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারামাইন কর্তৃপক্ষ। এ দুটি পবিত্র স্থানে কেউ সেলফি তুললেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন।

এর আগে কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলার ব্যাপারে ২০১৭ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে।

চলতি মাসেই ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এ জন্য এ মাসের প্রথম সপ্তাহে ফের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। হজ ও ওমরাহ করতে গিয়ে অনেক মুসল্লি সেলফি তোলেন। এ জন্য অনেক হজ যাত্রীদের নানা রকমের সমস্যায় পড়তে হয়। এ ছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে

 

 
Electronic Paper