ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুক্তরাষ্ট্রের ৩০ শহরে সিএএ বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি শহরে বিক্ষোভ করেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা।

গত রোববার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে শান্তিপূর্ণ এই বিক্ষোভ করেন তারা। এ সময় ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে নতুন নাগরিকত্ব আইন বাতিলের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

গতকাল সোমবার দেশটির সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভুত শত শত মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন। তবে এ সময় নাগরিকত্ব আইনের সমর্থনেও অনেককে মিছিল করতে দেখা গেছে।

নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের খোঁজ-খবর রাখে ভারত এবং সিএএ ভারতীয় নাগরিকদের কোনও ধরনের ক্ষতি করবে না বলেও মন্তব্য করেন তারা। তবে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিলে অংশগ্রহণকারীরা সিএএ বিরোধীদের বিক্ষোভের আড়ালে ঢাকা পড়েন। কারণ সিএএ বিরোধীদের সংখ্যা তাদের চেয়ে বেশি ছিল।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ভারতীয় নাগরিকত্ব আইনবিরোধী ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা নাগরিকত্ব আইন বাতিল এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জিকা প্রত্যাহারের দাবি জানান।

 
Electronic Paper