ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেবা দিতে গিয়ে চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে চীনের করোনা ভাইরাস। এরই মধ্যে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে এ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাকালীন এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উহানের এক হাসপাতালে নতুন করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সময় ভাইরাসে আক্রান্ত হন ৬২ বছর বয়সী চিকিৎসক লিয়াং উদং। ভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয় তার। উহানের শীর্ষ এক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান ছিলেন উদং। গত বছর তিনি এ পদ থেকে অবসর নিয়েছিলেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসাকালীন গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম সারিতে দাঁড়িয়ে নতুন এ ভাইরাস প্রতিরোধে লড়াই করার জন্য তাকে ‘হিরো’ হিসেবে স্বীকৃতি দিয়েছে চীনের শীর্ষ দৈনিক ‘দ্য পিপলস ডেইলি’।

চীনে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬১০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। আক্রান্তদের প্রায় সবাই উহান বা এর কাছাকাছি স্থানে ছিলেন।

 
Electronic Paper