ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অস্ট্রেলিয়ায় নতুন দাবানলে রাজধানীর বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

রাজধানী ক্যানবেরার কাছে এক দাবানলের কারণে বৃহস্পতিবার ওই নগরীর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত বিমানসমূহের ওঠানামার সুবিধার্থে যাত্রীবাহী বিমানের ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। ইতোপূর্বে বেশ কদিন ধরে সেখানে বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল।

গত সেপ্টেম্বর থেকে দেশটি নজিরবহীন দাবানলের সঙ্গে লড়াই করে আসছে। যা অনেক এলাকা ও প্রাণিকূল ধ্বংস করেছে।

ক্যানবেরা বিমান বন্দরের এক মুখপাত্র এএফপি’কে বলেন, ‘অগ্নিনির্বাপক বিমানের কাজের সুবিধার্থে ‘বৃহস্পতিবার মধ্যাহ্নের দিকে (গ্রিনিচ মান সময় ০১০০টা) রাজধানীতে আসা-যাওয়ার যাত্রীবাহী ফ্লাইটসমূহ স্থগিত করা হয়।’

 

 
Electronic Paper