ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আগুনের ঝরণা!

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

ঝর্ণার মত নেমে আসছে আগুন। কোনও রকম রঙ চড়িয়ে, এডিট করে ভিডিওটি পোস্ট করা হয়নি। এটি একটি ‘বিশুদ্ধ’ প্রাকৃতিক খেলা। প্রতি বছর মাত্র কয়েক দিনের জন্যই এই বিরল দৃশ্য দেখা যায়। আর নিজেদের চোখে এই অপূর্ব দৃশ্য দেখতে হাজার হাজার পর্যটক প্রতিবছর জড়ো হন য়োসেমাইট ন্যাশনাল পার্কে।

আমেরিকার ক্যালিফর্নিয়ায় য়োসেমাইট ন্যাশনাল পার্কের মূল আকর্ষণই হল ‘হর্স টেল’ বা ঘোড়ার লেজের মত এই ঝর্ণা। গোটা পৃথিবীতে এমন ছোটখাট ঝর্ণা কয়েক হাজার রয়েছে। কিন্তু এটির বিশেষত্ব হল, দিনের একটি বিশেষ সময় এর রূপ বদল।

বছরের কয়েকটি নির্দিষ্ট সময়ে হর্স টেল ঝর্ণা যেন হয়ে যায় লাভার স্রোত। দূর থেকে দখলে মনে হবে কমলা রঙের আগুন নেমে আসছে পাহাড়ের গাঁ বেয়ে বা গরম লাভা, আলোর আভা ছড়িয়ে গড়িয়ে পড়ছে। আসলে সূর্যাস্তের একটি নির্দিষ্ট কোণে আলো ঝর্ণার জলের ওপর পড়লে এর রঙ বদলে যায়। তখন আর একে সাধারণ ঝর্ণা মনে হবে না।

 
Electronic Paper