ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ মৃত্যু হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে জানা গেছে, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। চিকিৎসার জন্য তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত প্রায় ২০ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে নিবির পর্যবেক্ষণের মধ্যে আছেন। তবে এখনও আরও দু'জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার আগ্নেয়গিরির ওই এলাকায় উদ্ধারকারী দল অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ বের করা সম্ভব হয়নি।

প্রায় ৭৫ মিনিট ধরে আট পুলিশ সদস্য এবং উদ্ধারকারী সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়েছেন। অন্তত একটি মরদেহের খোঁজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছিল। ডেপুটি পুলিশ কমিশনার মাইক ক্লেমেন্ট সাংবাদিকদের বলেন, আমরা ওই এলাকায় আর কোনো মরদহে খুঁজে পাইনি।

 
Electronic Paper