ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন বৈষম্য তৈরি করছে’

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ০৯, ২০১৯

প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন নতুন বৈষম্য তৈরি করছে। এ বৈষম্য এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এটি সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। সোমবার প্রকাশিত জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এতে বলা হয়েছে, আধুনিক সময়ে সম্পদ ও আয়ের পরিবর্তে জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির মতো বিষয়গুলো জোরালো হয়ে দাঁড়াচ্ছে। প্রচলিত ব্যবস্থায় চরম দারিদ্র্য ও রোগের মতো বিষয়গুলোতে অগ্রগতি হওয়ায় এখন নতুন ধরনের এই বৈষম্যগুলো বাড়ছে। জলবায়ু সংকট এবং ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তনের ছত্রছায়ায় মানুষের বিকাশের অসমতা একটি নতুন রূপ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু সংকট ইতোমধ্যেই সর্বাধিক দারিদ্রপীড়িত জনগোষ্ঠীকে আঘাত করতে শুরু করেছে। অন্যদিকে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগত অগ্রগতি বিপুল সংখ্যক মানুষ এমনকি বহু দেশকে পিছনে ফেলে দিতে পারে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রশাসক আছিম স্টেইনার বলেন, নতুন এই বৈষম্যগুলোকে মেনে নেওয়া অত্যন্ত বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়াতে পারে।

এমন সময়ে ইউএনডিপি-এর এই প্রতিবেদন প্রকাশিত হলো যার কদিন আগেই আরেক প্রতিবেদনে উঠে আসে সমুদ্রে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় কিভাবে হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র! ওই গবেষণা প্রতিবেদনটি তৈরি করে জাতিসংঘের পরিবেশ সংরক্ষণ সংস্থা আইইউসিএন।

এতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে সাগর-মহাসাগরগুলোতে কমছে অক্সিজেনের পরিমাণ। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের বহু প্রজাতি।

 
Electronic Paper