ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউরোপজুড়ে জলবায়ু পরিবর্তনের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৯

জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা দিয়েছে পৃথিবীজুড়ে। কোথাও বন্যা ভূমিধস, কোথাও ক্ষরা টর্নেডো; দুর্যোগ দেশে দেশে। তবে, রেকর্ড সৃষ্টিকারী তাপমাত্রা, বন্যা আর খরা- গত এক বছরে প্রকৃতির সব বৈরি রূপই দেখেছে ইউরোপ মহাদেশের মানুষ।

বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রবণতা বাড়বে প্রতি বছরই। ২০১৯ সালে ইউরোপজুড়ে গ্রীষ্মের তাপমাত্রা আগের সমস্ত রেকর্ড ভেঙেছে। জুলাই মাসে সর্বকালের সবচেয়ে বেশি গরম পড়েছে জার্মানিতে। তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে। এক বছরেই দুইবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ফ্রান্স। ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পুড়েছেন সেখানকার মানুষ। হারিয়ে গেছে বৃহত্তম ইউরোপীয় পর্বতমালা সুইস আল্পসের হিমবাহ। ডয়েচে ভ্যালের প্রতিবেদন থেকে গতকাল শনিবার এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলছে, চলতি বছরের নভেম্বরে ইটালির ভেনিস একাধিকবার বন্যার কবলে পড়েছে। একমাসে প্রথমবারের মতো তিনবার পানির উচ্চতা দেড় মিটারের রেখা স্পর্শ করেছে।

অন্যদিকে, ২০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপদাহে পুড়েছে ফ্রান্স ও জার্মানি, ভয়াবহ দাবানলের জন্ম দিয়েছে স্পেনে। আগুনে ধ্বংস হয়ে গেছে গ্রান কানারিয়া দ্বীপের ন্যাশনাল পার্ক, যা দেশটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের তাপমাত্রা হয়ে উঠছে একদিকে উষ্ণ আর অন্যদিকে শুষ্ক। এর ফলে এমন দাবানলের ঝুঁকিও ক্রমেই বাড়ছে।

 
Electronic Paper