ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

খবরে বলা হয়, রোববার সন্ধ্যার দিকে পুনে-মুম্বাই মহাসড়কের লোনাভালার কাছে দু’টি গড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
পুলিশ কর্মকর্তা জানায়, ওই মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় এ দু’টি গাড়ির একটির টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। পুলিশ আহতদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করেছে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশী সংখ্যক লোক নিহত হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

 
Electronic Paper