ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফের ভাসল ভেনিস

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

চলতি সপ্তাহে বারবার বন্যার কবলে পড়া ইতালির ভেনিস শহর আবারও উঁচু জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সোমবার (১৮ নভেম্বর) রয়টার্স জানায়, রোববার জোয়ারের পানি ১৫০ সেন্টিমিটার (৪ দশমিক ৯ ফুট) পর্যন্ত উঠেছিল। আর তাতেই তলিয়ে যায় ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান ইতালির ভেনিস শহর। প্রতিবেদন থেকে জানা যায়, ১৮৭২ সালে থেকে দাপ্তরিকভাবে জোয়ার সংক্রান্ত তথ্য-উপাত্তের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এ সপ্তাহেই সবচেয়ে বেশিবার জোয়ারের পানিতে ডুবেছে শহরটি।

রোববার জোয়ারের পানি ১৬০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত উঠে যেতে পারে বলে শহরটির জোয়ার পূর্বাভাস কেন্দ্র সতর্ক করেছিল। পরে ১২১০ জিএমটিতে পূর্ণ জোয়ারের সময় পানির উচ্চতা প্রায় এর কাছাকাছি পৌঁছে যায়। অস্বাভাবিক জোয়ারে শহরের সেন্ট মার্কস স্কয়ার তলিয়ে যায়। জরুরি এই পরিস্থিতি মোকাবেলায় কয়েকশ’ স্বেচ্ছাসেবক শহরের বাসিন্দাদের সাহায্য করেন।

 
Electronic Paper