ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চীনে শিশুদের অনলাইন গেম নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

চীনে আঠারো বছরের কম বয়স্কদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করেছে সরকার। ভিডিও গেমের আসক্তি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার বিবিসিকে বলেন, ‘ভিডিও গেমে আসক্তির ফলে শিশুরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।

প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে তিন ঘণ্টা এবং অন্য দিনগুলোতে দেড় ঘণ্টা শিশুদের গেম খেলার সুযোগ দেওয়া হবে।’

চীন বিশ্বের বৃহত্তম গেমিং মার্কেটগুলোর একটি। গবেষণা সংস্থা নিউজু’র মতে, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গেমিং মার্কেট এবং চলতি বছর এই খাত আয়ের দিক থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। শিশুদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে চীন অনলাইন গেমের ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

 
Electronic Paper