ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেমোক্রেটরা জয়ী

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক বছর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যভিত্তিক স্থানীয় গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটরা। রক্ষণশীল প্রাধান্যের অঙ্গরাজ্য কেন্টাকির গভর্নর নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন ডেমোক্রেট অ্যান্ডি বেশার। এ ছাড়া ২০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে ডেমোক্রেটদের হাতে। যদিও মিসিসিপি গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে রিপাবলিকানরা। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ ফল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আগামী বছর শেষ হবে ট্রাম্পের মেয়াদ। এরই মধ্যে নানা নীতির কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফলে আগামী বছরের নতুন নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যের এইসব নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছেন অনেকেই। কেন্টাকিতে রিপাবলিকান গভর্নর ম্যাট বেভিনকে দশমিক ৪ শতাংশ ব্যবধানে হারান ডেমোক্রেট অ্যান্ডি বেশার।

কেন্টাকির হার ট্রাম্পের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত সোমবার রাতেও কেন্টাকিতে দলের প্রচারসভায় অংশ নেন তিনি। সেখানে হাজার হাজার সমর্থকের উদ্দেশে তিনি বলেন, এই অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে ডেমোক্রেট বেশার চরম বিপজ্জনক হবেন। তবে সেখানে অঙ্গরাজ্যের আরও পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে রিপাবলিকানরা। এর মধ্যে অ্যাটর্নি জেনারেলের পদও রয়েছে।

এদিকে ভার্জিনিয়ায় আইনসভার দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা। এই নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের সঙ্গে অংশ নেন আগামী বছরের সম্ভাব্য ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

এদিকে মিসিসিপির গভর্নর নির্বাচনে ডেমোক্রেট জিম হুডকে হারিয়ে রিপাবলিকানদের ক্ষমতা ধরে রেছেন টেট রিভস। দুই দশকেরও বেশি সময় ধরে এই অঙ্গরাজ্যের গভর্নরের কার্যালয়ের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে।

এক টুইট বার্তায় ট্রাম্প কেন্টাকি ও মিসিসিপিতে রিপাবলিকানদের ফলাফলের প্রশংসা করেন। মিসিসিপির নতুন গভর্নর টেট রিভসকে অভিনন্দন জানান তিনি।

 
Electronic Paper