ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিসরে ৩০ মমির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

মিশরের লুক্সোরের পশ্চিম তীরে আল আসাসিফ সমাধিক্ষেত্রে একই স্থানে মাটির মাত্র তিন ফুট গভীরে পাওয়া গেছে ৩০টি কফিন। এক শতাব্দীর মধ্যে একসঙ্গে সবচেয়ে বেশি কাঠের কফিন ও মমি উদ্ধার করার ঘটনা এটি।

প্রায় এক হাজার বছরের পুরোনো মমিগুলোর ভিতর অক্ষত অবস্থায় আছে নারী, পুরুষ ও শিশুদের মমি। এমন কি এর গায়ে যে অলঙ্করণ রয়েছে, যে নকশা আঁকা রয়েছে, তা বিন্দুমাত্র বিলীন হয় নি। কয়েকদিন আগে এগুলো উদ্ধার করা হলেও আনুষ্ঠানিকভাবে গত শনিবার এ তথ্য জানিয়েছে মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয়।

একটি বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, লুক্সোরের পশ্চিম তীরে আল আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া এত কফিন ও মমি পাওয়ার এমন ঘটনা বিরল। এসব কফিন দুটি সারিতে সাজানো ছিল।

 
Electronic Paper