ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাতিসংঘকে অর্থ দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

জাতিসংঘের কার্যক্রমে ওয়াশিংটন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এই অভিযোগ করে রাশিয়া বলছে, ‘যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের অনেক অর্থ পাওনা রয়েছে। যার কারণে জাতিসংঘের কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনকি সংস্থাটি নিজস্ব লোকবল চালাতেও হিমশিম খাচ্ছে।’

গত রোববার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এসব জানিয়েছে। গতকাল নিউইয়র্ক টামসের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতিসংঘের কাজে বাধা সৃষ্টি করছে। এই বিশ্ব সংস্থার পাওনা টাকা না দেওয়ার পাশাপাশি জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদলকে ভিসা না দিয়ে কার্যত নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন। এখন, আর্থিক সংকটে এসি-এস্কেলেটর পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শুধু যুক্তরাষ্ট্র নয় সেই সঙ্গে বিশ্বের আরও প্রায় ৫০টি দেশ জাতিসংঘের পাওনা অর্থ পরিশোধ করেনি। শুধু যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে জাতিসংঘের পাওনা প্রায় ১০০ কোটি ডলার।’

এদিকে, নিউইয়র্ক থেকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অর্থের অভাবে জাতিসংঘ এখন তার ইতিহাসের সবচেয়ে কঠিন দিনগুলো অতিক্রম করছে। জাতিসংঘ সদর দফতরের রুম হিটারগুলোর পাশাপাশি স্কেলেটারগুলো এখন বেশির ভাগ সময় বন্ধ থাকছে এবং খরচ কমানোর জন্য কূটনৈতিক মিশনগুলোকে দেওয়া সেবা কার্যক্রম বিকাল ৫টার মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। তা ছাড়া, স্থানীয় এবং বিদেশি কর্মীদের জন্য জাতিসংঘের সদর দফতরে থাকা বেশ কিছু হোটেলও শেষ বেলায় বন্ধ রাখছে সংস্থাটি।

অর্থনৈতিকভাবে শক্তিশালী বড় দেশগুলো তাদের কথা অনুযায়ী জাতিসংঘকে তাদের কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন অর্থ দেওয়া প্রত্যাশা দিয়েও তা পূরণ করছে না।

যে কারণে চরম দুর্দিন পার করছে প্রতিষ্ঠানটি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি বলেছেন, তার সংস্থার বর্তমানে ২৩ কোটি ডলার বাজেট ঘাটতি রয়েছে।

 
Electronic Paper