ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পালাচ্ছে মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

তুর্কি হামলা থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে এক হাজার মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা বলছেন, সিরিয়া থেকে শেষ পর্যন্ত পালাচ্ছে মার্কিন সেনারা।

গতকাল সোমবার আলজাজিরা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে সিরিয়া থেকে সৈন্য সরিয়ে নেওয়ার মধ্যেই তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সিবিএসের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কাজ ‘দ্রুততম ও নিরাপদতম’ উপায়ে করা হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘সিরিয়ায় আমরা দুটি পক্ষের সংঘর্ষের মধ্যে আটকা পড়েছি। এ অবস্থায় সেখানে সেনা মোতায়েন করে রাখা দায়িত্বজ্ঞানহীনতার কাজ হবে।’

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের উৎখাত করার লক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে ওই অঞ্চলে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে তুরস্ক।

 
Electronic Paper