ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিজস্ব মুদ্রা ব্যবহার করবে রাশিয়া-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

নিজেদের মধ্যে বাণিজ্যে আর ডলার ব্যবহার করবে না রাশিয়া ও তুরস্ক। এ নিয়ে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক ও রুশ অর্থমন্ত্রী অ্যানটন সিলুয়ানভ একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী দুই দেশ এখন থেকে আন্তর্জাতিক বাণিজ্যে নিজ নিজ মুদ্রা ব্যবহার করবে।

গত সপ্তাহে স্বাক্ষরিত চুক্তিটি সম্প্রতি এক সংবাদ সম্মেলন এ তথ্য দেন রুশ অর্থমন্ত্রী। স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে থাকা অর্থনৈতিক সম্পর্ক তাৎপর্যগতভাবে একধাপ এগিয়ে গেছে।

এর আগেও অনেক দিন ধরেই রাশিয়া ও তুরস্কের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ‘লিরা’ ও ‘রুবল’ ব্যবহারের বিষয়ে আলোচনা চলে আসছিল।

 
Electronic Paper