ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমুদ্রে লাদেনমুখো ঝিনুক পেলেন ব্রিটিশ নারী

রকমারি ডেস্ক
🕐 ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের উইনসেলসিয়া সৈকতে সাগর পাড়ে হাঁটতে বের হয়েছিলেন এক নারী। তার নাম ডেবরা অলিভার। হাঁটার সময়ে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ঝিনুক। যেটি দেখতে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মতো।

ঝিনুকটি তার চোখে পড়ার পরেই তার মধ্যে আগ্রহ বাড়ে। ওই দিন ছিল ৬২ বছর বয়সী ব্রিটিশ নারী ডেবরা অলিভার ৪২তম বিবাহবার্ষিকী। যে কারণে তিনি কিছুটা উৎসব মেজাজে ছিলেন।

ঝিনুকটি দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। লাদেনের চেহারার সঙ্গে মিল থাকায় এটি নিয়ে তার মধ্যে একটা রহস্য তৈরি হয়। স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে সেটিকে কুড়িয়ে নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝিনুকটির ছবি শেয়ার করে ডেবরা জানান, সৈকতে অসংখ্য নুড়িপাথর ও ঝিনুকের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ দেখতে কিছুটা ভিন্ন চেহারার একটি ঝিনুক চোখে পড়ে তার। সেটি হাতে তুলে নিয়েই অবাক হয়ে যান ডেবরা। এতে যেন নিপুণ হাতে খোদাই করা হয়েছে লাদেনের মুখাবয়ব।

ঠাট্টার সুরে এ নারী বলেন, মজার ব্যাপার হলো- এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেয়া হয়েছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় নিহত হন আল কায়েদা নেতা লাদেন। পরে তার মরদেহ আরব সাগরে ডুবিয়ে দেয়ার কথা জানায় মার্কিন প্রশাসন।

 

 

 

 
Electronic Paper