ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হংকংয়ে ক্ষোভ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০১৯

চার মাসের টানা সরকারবিরোধী বিক্ষোভ দমাতে ঔপনিবেশিক যুগের জরুরি আইনের আওতায় হংকংয়ে বিক্ষোভ-সমাবেশে মুখোশ পরা নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ জোরাল হচ্ছে। রোববারের পর গতকাল সোমবারও বিক্ষোভ দেখিয়েছে শত শত বিক্ষোভকারী।

তারা এদিন একটি শপিং মলে জড়ো হয়ে স্বাধীনতার দাবিতে স্লোগান দিয়েছে। শপিং মলের ভেতরে বৃত্তাকারে সমবেত হয়ে বিক্ষোভকারীরা ‘হংকং পুলিশ বাহিনী ভেঙে দাও,’ ‘স্বাধীনতার জন্য লড়ো,’ ‘আমার মুখোশ পরার অধিকার আছে’, বলে স্লোগান দেয়।

এর আগে রোববার বিক্ষোভকারীরা মুখোশের ওপর নিষেধাজ্ঞা অমান্য করে মুখোশ পরেই হংকংয়ের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে। পুলিশ কয়েক জায়গায় টিয়ার গ্যাস ছুড়লেও তা উপেক্ষা করেই বিক্ষোভ হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে গেছে। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে জলকামানও ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের মুখ থেকে মুখোশ হটিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

 
Electronic Paper