ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাশ্মীরে জরুরি অবস্থা না তুললে আলোচনা নয়

ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে জরুরি অবস্থা প্রত্যাহার না করলে কোনো আলোচনা করবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ‘কাশ্মীর থেকে জরুরি অবস্থা তোলা না হলে ভারতের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।’ আনন্দবাজার পত্রিকার বরাতে এ তথ্য জানা গেছে।

এদিকে দুই দেশের মধ্যে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ অধিকার’ তুলে নিয়ে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারত সরকার। এরপর রাজ্যটিতে জারি করা হয় জরুরি অবস্থা। আর শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে পাকিস্তান।

 
Electronic Paper