ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৌদি হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

সৌদি আরবের বৃহৎ দুই তেল স্থাপনায় হামলা চালানোর নেপথ্যে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত ১৪ সেপ্টেম্বরের ওই ঘটনায় তেহরানকে দায়ী করেন। উত্তরে গত রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে দাবি করেছে, ওয়াশিংটনের অভিযোগ ভিত্তিহীন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের অভিযোগ ও বক্তব্য অর্থহীন। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে বৈধতা দিতেই এ অভিযোগ আনা হয়েছে।’

এর আগে গত শনিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি তেল স্থাপনাগুলোতে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার পেছনে তেহরানের হাত ছিল।

এদিকে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রিয়াদ। ভয়াবহ ওই হামলার পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এ সময় যুবরাজ ট্রাম্পকে সাফ জানিয়ে দেন, এ হামলার জবাব দিতে তার দেশ প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প যুবরাজ সালমানকে বলেছেন, ‘ড্রোন হামলার পর সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র।’

 
Electronic Paper