ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বোকো হারামের হামলায় ক্যামেরুনের ৬ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

ক্যামেরুনের একেবারে উত্তরাঞ্চলে শুক্রবার বোকো হারাম জিহাদিদের হামলায় দেশটির ছয় সৈন্য নিহত হয়েছেন। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা এএফপি’কে বলেন, লেক শাদ অঞ্চলে ফোটোকোলের কাছে সৌয়িরামে একটি সামরিক ফাঁড়িতে সশস্ত্র জিহাদিদের চালানো হামলায় আরো নয় সৈন্য আহত হয়েছে।

কর্মকর্তাদের একজন এএফপি’কে বলেন, হামলা চলাকালে সেখানেই পাঁচ সৈন্য নিহত হয় এবং রোববার আহত অপরজন মারা গেছে। অপর কর্মকর্তা নিহতের সংখ্যার খবর নিশ্চিত করেছেন।

গোলযোগপূর্ণ লেক শাদ অঞ্চলের নাইজেরিয়া সীমান্তের খুবই কাছে সৌয়িরাম অবস্থিত।

গত ১০ জুন একই অঞ্চলে এক হামলায় ক্যামেরুনের ১৭ সৈন্য নিহত হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে শুরু করা জিহাদিদের হামলায় এ পর্যন্ত ২৭ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এতে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। প্রতিবেশি বিভিন্ন দেশও জিহাদিদের হামলার শিকার হয়েছে।

 

 
Electronic Paper