ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইন্দোনেশিয়ায় জেল ভেঙে পালাল ২৫০ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

হট্টগোলের সুযোগে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের জেলখানা থেকে পালিয়ে গেছে অন্তত ২৫০ জন বন্দি। তাদের খুঁজতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তবে আটক করা সম্ভব হয়েছে মাত্র ৫ জনকে। খবর বিবিসির।

গত সোমবার সোরং-এ ঘটেছে এই ঘটনা। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অবমাননার দায়ে পশ্চিম পাপুয়ার এক জেলে আটকে রাখা হয় এক ছাত্রকে। এর প্রতিবাদে জেলখানায় ভিড় করে স্থানীয়রা। রাস্তা আটকিয়ে জেলভবনেও তোলপাড় চালায়। সুযোগ পেয়ে পালিয়ে যায় অনেক বন্দি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আরও পুলিশ সদস্য পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়ার বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারিলিন ল্যান্ডে বলেন, সেখানে পাথর ছোড়া হয়েছে ও পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৫৮ জনের মাত্র ৫ জনকে জেলে ফেরানো গেছে।

 
Electronic Paper