ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে ফেরার সময় ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ আগষ্ট) রাজ্যের উত্তরকাশি এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ড রাজ্যের বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে ফেরার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

টেলিফোনে বার্তা সংস্থা পিটিআইকে উত্তরকাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে মোলদিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর পরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

উত্তরাখণ্ড পুলিশ অফিসার অশোক কুমার জানান, হেলিকপ্টারের পাইলট, তাঁর সহযোগী ও একজন স্থানীয় কর্মী হেলিকপ্টারটিতে ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তিনজনই নিহত হন।

 
Electronic Paper