ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে বন্যায় মৃত এক হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

ভারতে গত কয়েক মাসের ভারী বর্ষণজনিত বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৯টি রাজ্যে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মৃতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মারা গেছে প্রায় হাজারখানেক গবাদিপশু। মহারাষ্ট্রে মারা গেছেন কমপক্ষে ৫৬ জন। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ও পাঞ্জাব রাজ্যে বিদেশি নাগরিকসহ অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এসব রাজ্যে নিখোঁজ রয়েছেন কমপক্ষে আরও ২২ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার ভারীবর্ষণের পর যমুনা ও সংলগ্ন অঞ্চলের অন্যান্য নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই উচ্চতায় উঠে আসে। আগামী ২৪ ঘণ্টায় এটি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। ফলে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইন্ডিয়া টুডে।

এদিকে, বন্যার পানি কমলেও দুর্ভোগের মাত্রা বেড়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মানুষের। অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। আক্রান্তদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে, নিখোঁজদের সন্ধানে চালানো হচ্ছে জোর তৎপরতা। অন্যদিকে চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিতে বহু হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। গেল এক মাসে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় ৮শ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

 
Electronic Paper