ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮০ জন।

গতকাল (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। ওই বিয়ের অনুষ্ঠানে অন্তত এক হাজারের মতো মানুষ অবস্থান করছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রহিমি বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হামলাকারী বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষদের মধ্যে বিস্ফোরক স্থাপন করে। তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী গুল মোহাম্মদ নামে এক ব্যক্তি জানান, বিয়ের অনুষ্ঠানের স্টেজের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়ে ছিলেন এবং অনেক শিশু ও যুবক তার পাশে ভিড় করছিল, সেখানেই বিস্ফোরণ চালানো হয়।

এর ১০ দিন আগে কাবুলের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল, ওই হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৫০ জনের মতো আহত হয়েছিলেন।


সূত্র: বিবিসি

 
Electronic Paper