ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমঝোতা প্রশ্নে অবরোধ প্রত্যাহারের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:২৯ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০১৯

ইরানের সঙ্গে যদি কোনো সমঝোতা চায় যুক্তরাষ্ট্র তাহলে তাদের অবশ্যই সব রকম অবরোধ প্রত্যাহার করতে হবে। এমন দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তার এমন কথার অর্থ হলো, ইরানকে অবশ্যই তার তেল রপ্তানি করার অনুমতি দিতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় হাসান রুহানির বক্তব্য।

এতে তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি হলো সব শান্তির মা। আর ইরানের সঙ্গে যুদ্ধ হলো সব যুদ্ধের মা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বক্তব্যে এসব কথা বলছিলেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের প্রশংসা করেন হাসান রুহানি।

গত ৩১ জুলাই জাভাদ জারিফের বিরুদ্ধে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্রসহ শক্তিধর দেশগুলো। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত বছর সেই চুক্তি বাতিল করেন।

 
Electronic Paper