ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রিটিশ ট্যাংকার আটক

ইরানকে সৌদির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

ইরানের ব্রিটিশ ট্যাংকার আটকের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি একে আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে অবিলম্বে ইরানকে ব্রিটিশ ট্যাংকার ছেড়ে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, ইরান যা করেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ইরানকে এখনই উচিত শিক্ষা দিতে হবে। গত দুই মাস ধরে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা বাজছে।

সৌদির আমন্ত্রণে ইরানকে শিক্ষা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কিন্তু থেমে নেই ইরানও। নিজেদের জলসীমায় ব্রিটিশ ট্যাংকার প্রবেশের অভিযোগে সেটিকে আটক করেছে দেশটির রেভ্যুলুশনারি বাহিনী আইআরজিসি। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের পর বৃটেনের সঙ্গেও সম্পর্কে টানাপড়েন চলছে ইরানের।

এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে বিবৃতি-পাল্টা বিবৃতি। তারই মধ্যে ব্রিটেনের পক্ষ নিয়ে ইরানকে এমন হুঁশিয়ারি বার্তা দিল সৌদি আরব।

 
Electronic Paper