ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৌদি-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

জুলাই মাস জুড়েই চলবে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া। কমান্ডার ২০১৯ নামের ওই মহড়াটি সৌদিতে শুরু হয় এ মাসের ১৪ তারিখে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা কিং খালিদ সামরিক শহরে চলছে মহড়াটি।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা অসাধারণ স¤পর্ককে আরও উন্নত ও জোরদার করার লক্ষ্যেই এ মহড়া শুরু করা হয়।

দুই দেশের কর্মকর্তারাই মনে করেন, এর ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হবে। এর মাধ্যমে আকাশসীমা নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন করছে সৌদি আরব। মহড়া চলাকালীন সৌদি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এর সব তদারকি করছেন।

 
Electronic Paper