ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৌদি রাজকন্যার বিচার প্যারিসে

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৯

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন রাজকন্যা হাসা বিনতে সালমানের বিরুদ্ধে অস্ত্রসহ সহিংসতা ও অপহরণের সহায়তার মামলায় বিচার কার্যক্রম শুরু হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ওই রাজকন্যা তার দেহরক্ষীকে আদেশ দিয়েছিলেন এক ব্যক্তিকে প্রহার করতে এমন অভিযোগ আনা হয়েছে রাজকন্যা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার বিচার চলাকালে অভিযুক্ত রাজকন্যা বা অভিযোগকারী, কেউই আদালতে ছিলেন না। তবে রাজকন্যার দেহরক্ষী রানী সাইদি এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে রাজকন্যা হাসার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

২০১৬ সালে ঘটা ওই ঘটনায় রাজকন্যার দেহরক্ষীর বিরুদ্ধে এক ব্যক্তিকে জোরপূর্বক রাজকন্যার পায়ে চুমু খেতে বাধ্য করার অভিযোগও রয়েছে। তবে রাজকন্যা হাসা এবং তার দেহরক্ষী দুজনই ‘অন্যায়’ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন। রাজকন্যাকে আইনি সহায়তা প্রদানকারী দলের বক্তব্য অনুযায়ী, রাজকন্যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

 
Electronic Paper