ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

কেনিয়ার সোমালিয়া সীমান্তের কাছে একটি রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। সে সময় পুলিশ সদস্যরা সেখান দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, দেশের পূর্বাঞ্চলীয় ওয়াজির এলাকায় ১১ জনকে বহনকারী পুলিশের গাড়িটি একটি বিস্ফোরকে আঘাত করে। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় গাড়িতে থাকা বাকিদের অবস্থা কিছু জানা যায়নি।

এদিকে এ ঘটনার দায় স্বীকার করেনি কোন জঙ্গি গোষ্ঠী। বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার জন্য আল শাবাবকে দায়ী মনে করছে পুলিশ। কারণ কেনিয়া এবং সোমালিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।

গত কয়েক বছর ধরেই সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আল কায়েদার এই শাখা সংগঠন। তবে সোমালিয়া সরকারের হাতে রাজধানী মোগাদিসুশহ বেশ কিছু এলাকায় থাকা নিজেদের গোপন ঘাঁটি হারিয়েছে জঙ্গিরা।

 

 
Electronic Paper