ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমান মজুরির দাবি

সুইজারল্যান্ডের রাস্তায় হাজারো নারী

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:৩১ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

সমান মজুরির দাবিতে সুইজারল্যান্ডজুড়ে হাজারো নারী রাস্তায় নেমে বিক্ষোভ করছে। শুক্রবার এই বিক্ষোভ শুরু করার পর তারা বলছে, দেশে অপ্রত্যাশিতভাবে নারী-পুরুষ সমতার অধপতন হয়েছে। প্রগতিশীল হিসেবে পরিচিত ওই দেশটিতে আজ থেকে প্রায় ৩০ বছর আগেও নারীরা এমন দাবিতে বিক্ষোভ করেছিল।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবারের এই বিক্ষোভের মতো ২৮ বছর আগে ১৯৯১ সালেও সুইজারল্যান্ডের নারীরা সমতার জন্য রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। সে সময়কার ওই বিক্ষোভে অংশ নিয়েছিল প্রায় ৫ লাখ নারী।

দিনব্যাপী নানাভাবে বিক্ষোভ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্র্যাম নামক এক ধরনের গাড়িতে করে মিছিল, কনসার্ট থেকে শুরু করে দুপুরের খাবারের সময় বাড়ানো ও বড় পরিসরে বনভোজনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বার্নের সরকারি কার্যালয়ের সামনেসহ বিভিন্ন শহরে বিশাল বিক্ষোভের পরিকল্পনা করেছেন নারীরা। দেশটির নারীরা দীর্ঘদিন ধরেই লিঙ্গ সমতার জন্য নানান প্রচারণা চালিয়ে আসছে।

 
Electronic Paper