ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফ্রিকায় আবারও ইবোলার মহামারী

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:১৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

মধ্য আফ্রিকায় সম্প্রতি আবারও ইবোলা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৩-১৬ সালের পর এবার নতুন করে মহামারীর আকারে ইবোলা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। এই মহামারী অবসানের কোনো লক্ষণ নেই।

মেডিকেল গবেষণাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্টের পরিচালক ড. জেরেমি ফারার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গোর উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী থেকে ইবোলা ভাইরাসের নামকরণ। সর্বপ্রথম ১৯৭৬ সালে এ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়।

২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে ১১ হাজার মফ্রুষের মৃত্যু হয়েছিল। জেরেমি ফারার জানিয়েছেন, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে প্রায় ১৪০০ মানুষ এরই মধ্যে ইবোলায় মারা গেছেন। উগাণ্ডায় প্রথমবারের মতো মারা গেছে পাঁচ বছর বয়সী এক শিশু।

এক বিবৃতিতে তিনি বলেন, এ ছড়িয়ে পড়া দুঃখজনক হলেও এতে অবাক হওয়ার কিছু নেই। গেছে।

 
Electronic Paper