ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হোয়াইট হাউসে বিভক্তি

বিদেশি শক্তি ও সংবাদমাধ্যম দায়ী!

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৪০ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

হোয়াইট হাউসে বিভক্তির জন্য বিদেশি শক্তি এবং মূল ধারার মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

মঙ্গলবার ওয়াশিংটনে ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। তবে নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাননি ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা।

জন বোল্টনের কাছে প্রশ্ন ছিল, ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রশাসন কেন সাংঘর্ষিক ও পরস্পরবিরোধী বিবৃতি দিচ্ছে। জবাবে বোল্টন এ ধরনের বিভক্তির জন্য বিদেশি শক্তি ও মূলধারার গণমাধ্যমকে দায়ী করেন।

তিনি বলেন, আমাদের বিশ্বাস করার বাস্তবিক কারণ রয়েছে যে ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন সম্পর্কে তারা ভুল তথ্য তুলে ধরবে। তারা দেখানোর চেষ্টা করবে, ট্রাম্প প্রশাসনে বিভক্তি রয়েছে।

 
Electronic Paper